কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের আতকাপাড়া গ্রামের প্রায় ২০০ বছরের পুরানো ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ স্থানীয় প্রভাবশালী মুক্তিযুদ্ধা আবু আনিস ফকির ও তার স্বজনদের বিরুদ্ধে দখল করে মৎস খামার করার অভিযোগ উঠেছে ।
তার প্রতিবাদে আজ ২ (ডিসেম্বর ২৪ইং) সোমবার সকাল ১০ ঘটিকায় তাড়াইল টু করিমগঞ্জ আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে গ্রামবাসী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা আহাদ মিয়া বলেন "এটা (মাঠ) আমাদের ঐতিহ্য, আমরা এই মাঠে কাউকে অন্যায় কাজ করতে দিবো না। জিল্লু মিয়া নামের আরেক বাসিন্দা বলেন" ছোট বেলা থেকেই আমরা এখানে নামাজ (ঈদের) পড়ে আসছি। এখন দেখতেছি উনারা নিজেদের স্বার্থে মাঠের ভিতরে খামার দেওয়ার পায়তারা করতেছে।
উল্লেখ যে গত ৩০ নভেম্বর ২০২৪ শনিবার স্থানীয় সময় দুপুর ২:০০ ঘটিকায় স্থানীয়দের বাধা উপেক্ষা করে আবু আনিস ফকির ও তার স্বজনরা মিলে ভেকুগাড়ি দিয়ে ঈদগাহ মাঠে খননের কাজ শুরু করে।