ঢাকা | বঙ্গাব্দ

চার শতাধিক নেতাকর্মীসহ জাতীয় পার্টির নেতার পদত্যাগ

  • আপলোড তারিখঃ 02-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 110120 জন
চার শতাধিক নেতাকর্মীসহ জাতীয় পার্টির নেতার পদত্যাগ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন শেখ সাজ্জাদ রশিদ সুমন।


শুক্রবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।


একইসঙ্গে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার জাতীয় যুব সংহতি এবং জাতীয় ছাত্র সমাজের চার শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ও অন্যান্য অঙ্গ-সংগঠন থেকে পদত্যাগ করেছে বলে নিশ্চিত করেছেন ওই সংগঠনের নেতারা।


সাজ্জাদ রশিদ তার বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, আমি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ছিলাম একইসঙ্গে তৃণমূলকে গোছাতে চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছি দলের দিকে না তাকিয়ে পতিত সরকারের বৈষম্যমূলক নানা আচরণের বিরুদ্ধে সর্বদা নৈতিক অবস্থান গ্রহণ করেছি।


কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর দলীয় পক্ষপাতমূলক ও বৈষম্যমূলক কার্যক্রম, পরস্পরবিরোধী ও অসঙ্গতিপূর্ণ রাজনৈতিক নীতিহীন সিদ্ধান্তের কারণে আমি ক্ষুব্ধ।


তাই তাদের প্রতি অনাস্থা ব্যক্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং চাঁদপুর জেলা সহসভাপতিসহ সকল পদ-পদবি থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।


তিনি আরও উল্লেখ করেন, আমার সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে আমার সঙ্গে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার জাতীয় যুব সংহতি এবং জাতীয় ছাত্র সমাজের চার শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ও অন্যান্য অঙ্গ সংগঠন থেকে পদত্যাগ করেছেন। মুঠোফোনে স্ব স্ব ইউনিট প্রধানরা সেটি নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন