ঢাকা | বঙ্গাব্দ

তীব্র শীতে কাঁপছে এদেশ, মোঃ আবুল কালাম আজাদ

  • আপলোড তারিখঃ 28-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 11698 জন
তীব্র শীতে কাঁপছে এদেশ, মোঃ আবুল কালাম আজাদ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

তীব্র শীতে কাঁপছে এদেশ 

মোঃ আবুল কালাম আজাদ 

তারিখ:- ২৮/০১/২০২৫ খ্রিঃ 


তীব্র শীতে কাঁপছে এদেশ

যুবু থুবু দেশ বাসী,

মাঘের শীতে অতি আদরে 

লেপ কম্বল কে ভালোবাসি।

পানি ছোঁয়া বেজায় কঠিন 

বড় ঠান্ডা ঠান্ডা লাগে,

শীতের জালা ভিশন জালায়

জলিনি বুঝি আগে।

আগের দিনের শীত বুঝি 

সেই এক কাপড়েই যেত,

এখন দেখি তিন কাপড়েও

যায়না যে শীত এতো।

শীতের কালে শীত পরবে 

এই নিয়মের কথা,

তীব্র শীতে হায়রে আমার 

হৃদয়ে লাগে ব্যাথা।

শীতের শুভেচ্ছা জানাই সবাক

সোয়েটার আর জেকেটে,

যেন এই তীব্র শীত 

উষ্ণতাতেই কাটে।

আল্লাহ তুমি দয়ার সাগর 

রহিম ও রহমান,

তীব্র শীতে দয়া কর 

হে-দরদী দয়াবান।

আমি অধম নাদান কালাম 

আল্লাহ তোমার তরে 

মিনতির সুরে 

বিনয় করে বলি,

তোমার দুনিয়া থেকে 

নেও আল্লাহ সব দূর্যোগ 

অশান্তি তলি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

বিরামপুর রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত—২