ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় একটি কারখানায় আগুন

  • আপলোড তারিখঃ 12-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 136230 জন
গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় একটি কারখানায় আগুন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় একটি কারখানায় আগুন লাগানো হয়েছে আজ বেলা সাড়ে ১১টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাঁদের তাড়িয়ে দেন।



কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ বলেন, কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে এ সময় তারা অন্যান্য কারখানাও বন্ধ করতে বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুর চালায় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।


প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজ সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন তাঁরা সড়কও অবরোধ করেন পরে বেলা সাড়ে ১১টার দিকে এক দল বিক্ষুব্ধ শ্রমিক কারখানায় আগুন ধরিয়ে দেন পরে তাঁরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। 


গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় তবে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাঁদের একটি গাড়িতে ভাঙচুর করলে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে, তারা সহযোগিতা করলে ফায়ার সার্ভিসের কর্মীরা আবার গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন