ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ জামায়েত ইসলামীর খুলনা জেলার উপজেলায় নব-নির্বাচিত আমীর গনের শপথ গ্রহণ

  • আপলোড তারিখঃ 26-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 87949 জন
বাংলাদেশ জামায়েত ইসলামীর খুলনা জেলার  উপজেলায় নব-নির্বাচিত আমীর গনের শপথ গ্রহণ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ ২৬ শে নভেম্বর মঙ্গলবার বিকেল ৩: ৩০ মিনিটে খুলনা জেলার ১০ উপজেলায়  নব নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর গনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 


খুলনার  জেলার ১০  টি উপজেলায় আগামী ২০২৫--২০২৬ সেশনে খুলনা জেলার  জামায়েত ইসলামীর  আমীর হিসাবে  যারা শপথ গ্রহণ করছে । 


 কয়রা উপজেলা মাওঃ মিজানুর রহমান দাকোপ মাওঃ আবু সাইদডু মুরিয়া মাওঃ মুক্তার হুসাইনফু লতলা অধ্যাপক আবদুল আলিম খানজাহান আলী সৈয়দ হাসান মাহমুদ টিটো দিঘলিয়া মাওঃ আবুল হাসান  তেরখাদা মাওঃ হাফিজুর রহমান রুপসা মাওঃ লাবিবুল ইসলাম। 


 বটিয়াঘাটা মাওঃ আবু ইউসুফ  পাইকগাছা মাওঃ সাইদুর রহমান উপরোক্ত ব্যক্তিগণ বাংলাদেশ জামায়েত ইসলামীর  আগামী ২০২৫ -২০২৬ সেশনের আমির হিসাবে শপথ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন