ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় ৩ দিনের আন্তঃ উপজেলা সাংস্কৃতিক উৎসব ও পিঠা মেলা শুরু

  • আপলোড তারিখঃ 30-01-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 297610 জন
ভোলায় ৩ দিনের আন্তঃ উপজেলা সাংস্কৃতিক উৎসব ও পিঠা মেলা শুরু ছবির ক্যাপশন: ভোলায় ৩ দিনের আন্তঃ উপজেলা সাংস্কৃতিক উৎসব ও পিঠা মেলা শুরু
LaraTemplate

ভোলায় শুরু হয়েছে ৩ দিনের আন্তঃ উপজেলা সাংস্কৃতিক উৎসব ও পিঠা মেলা। সোমবার (২৯ জানুয়ারী) জেলা প্রশাসনের আয়োজনে ভোলা বাংলা স্কুল মাঠে এ উৎসবের শুভ উদ্ভোধন করা হয়।


ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু্, জেলা পুলিশ সূপার মাহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম প্রমূখ।



এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ ইউনুছ, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তা ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, আমরা যা তা আমাদের সংস্কৃতি। গ্রাম বাংলার হাজার বছরের বাংঙ্গালী সংস্কৃতি ও ঐতিহ্য পিঠা উৎসব। এই ঐতিহ্যবাহী সংস্কৃতির মাধ্যমে অপসংস্কৃতি দুর হয়। তাই সুপ্ত ঐতিহ্যকে ধারন করে আবহমান বাংলার সংস্কৃতিকে প্রস্ফুটিত করতে হবে। শীতকালীন


ফসল ঘরে উঠার সাথে সাথে সাংস্কৃতিক উৎসব ও উৎসবমুখর পিঠা মেলার আয়োজন হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় নারীদের অংশ গ্রহনে এ পিঠা মেলার আয়োজন ছিড়য়ে দিতে সর্বত্র। এ সময় বক্তারা বিভিন্ন জেলার প্রতিযোগিতামূলক রসালো পিঠার বর্ননা করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন