দেশের সকল এয়ারপোর্ট ছাড়াও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২২৪৫ জন আনসার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে । এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালিক বিহীন ১টি লাগেজ উদ্ধার হয়েছে।
অদ্য ০৬/০৪/২০২৫ ইং (শনিবার) আনুমানিক সময়ঃ রাত ০৩:৪০ ঘটিকায় ৩য় তলায় ডিউটি চলাকালীন অবস্থায় পিসি মো:আব্দুর রউফ(শিফট ইনচার্জ) কেনপি ০২ আনসার পোস্ট পরিদর্শনে যান। উক্ত পোস্টে ডিউটিরত এপিসি, মোঃ আকবর আলি সহ উভয়েডিউটিরত অবস্থায় পরিত্যক্ত অবস্থায় একটি কালো লাগেজ দেখতে পান ।

সেটি উদ্ধার করার পর লাগেজটি উক্ত পোস্টে প্রায় ০১ ঘন্টার বেশি সময় রাখার পরেও কোন মালিককে খুঁজে পাওয়া না গেলে ।পরবর্তীতে লাগেজটি স্ক্যানিং করার জন্য নিয়ে যাওয়া হয়।
স্ক্যানিং করার পর দেখা যায় তার ভিতরে ২টি বিদেশি মদের বোতল বিভিন্ন কসমেটিক সামগ্রী এবং নতুন জামা কাপড় শনাক্ত হয়। বিধি অনুযায়ী পরবর্তীতে লাগেজকে DSO অফিসে জমা দেয়া হয়।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় সর্বদা সারাদেশের সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রায় ষাট হাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার নিয়োজিত আছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় সর্বদা সারাদেশের সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রায় ষাট হাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার নিয়োজিত আছে।
তার পাশাপাশি ঈদের বাড়তি নিরাপত্তার জন্য প্রতিটি লঞ্চে চারজন দুজন সশস্ত্র এবং নিরস্ত্র দুজন করে আনসার সদস্য। এবং সারা দেশের সকল গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে রেল ভ্রমণে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য অতিরিক্ত সদস্য নিয়োজিত রয়েছেন।