শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার গৈড়লার টেক এলাকা থেকে ‘গণস্বাক্ষর কর্মসূচি’ অনুষ্ঠিত হয়।
‘পটিয়ার সর্বস্তরের জনতা’র ব্যানারে ১৮ এপ্রিল- ২২ এপ্রিল পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচির পালিত হবে।কর্মসূচির অংশ হিসেবে গৈড়লার টেক, নাইখাইন ,গৈড়লা, উজিরপুরসহ বিভিন্ন এলাকা থেকে গণস্বাক্ষর নেওয়া হয়। গণস্বাক্ষর কর্মসূচিতে এলাকার শত-শত মানুষ অংশগ্রহণ করে।
এই সময়ে গণস্বাক্ষর কর্মসূচিতে ওহিদুল ইসলাম বলেন, ” অবিলম্বে ফুলকলি ফ্যাক্টরীর দূষণ বন্ধ করতে হবে। ফুলকলি কর্তৃপক্ষ যদি মনে করে, অতীতের ধারাবাহিকতায় তারা চাঁদাবাজদের ম্যানেজ করে পরিবেশ দূষণ করে যাবে তাহলে ভুল করবে।
ফুলকলিকে দ্রুততম সময়ের মধ্যে ইটিপি প্ল্যান কার্যকর করে বর্জ্য পরিশোধন করে খালে ফেলতে হবে। না হয় এলাকাবাসী ফুলকলির বর্জ্য নিষ্কাশনের পাইপ বন্ধ করে দিতে বাধ্য হবে।”
এর আগে পটিয়ার সর্বস্তরের জনতা’র ব্যানারে বিগত ১২ এপ্রিল ফুলকলি ফ্যাক্টরীর দূষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ থেকে গণস্বাক্ষর কর্মসূচি, পরিবেশ অধিদপ্তরের ডিজি বরাবর লিখিত অভিযোগ, পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপিসহ এই তিনটি কর্মসূচি ঘোষণা করা হয়।