ঢাকা | বঙ্গাব্দ

মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

  • প্রতিনিধির নাম :মোস্তফা আল মাসুদ, বগুড়া জেলা প্রতিনিধি: | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1408 জন
মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

 বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাতটার দিকে শাজাহানপুর উপজেলার জামালপুর নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ঢোলি খাতুন(৬০)। তিনি ওই এলাকার আলিমুদ্দীনের স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোখলেছুর রহমান। 

পুলিশের এই কর্মকর্তা জানান, আজ সকাল সাতটার দিকে তিনি রাস্তা পার হওয়ার সময় ঢাকা-মুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ