বাবার চাকুরীর সুবাদে সিলেটে বড় হওয়া এই মেয়ে নিজেকে সিলেটী দাবী করলেও তার দাদার বাড়ি লক্ষীপুর। তার মূল নাম মোছাম্মত ফারজানা ইয়াসমিন কলি।
সামিরা খান মাহির পিতার বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলায়। তার পিতা দিরাই উপজেলা টেলিফোন এক্সচেঞ্জ এর অপারেটর হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তার জন্ম দিরাইয়ে। এরপর দিরাই ও পরবর্তীতে সিলেটে বেড়ে ওঠা। তার পিতা একজন পাঁচ ওয়াক্ত নামাজি ও ধর্মপরায়ণ ব্যক্তি।
ফারজানা ইয়াসমিন মিডিয়া অঙ্গনে পা দেয়ার পর সামিরা খান মাহি নামেই সকলের কাছে পরিচিতি অর্জন করেছেন। সম্প্রীতি ইয়ামাহা FZ-25 মোটর সাইকেলের লঞ্চিং অনুষ্ঠানে অশোভন পোষাকে নাচের ভিডিও ভাইরাল হয়েছে।
অনেকেই বলছেন এই অরুচি.কর পোশাক পড়া মেয়ে নিজেকে সিলেটের মেয়ে হিসেবে দাবী করলে সিলেটের ভাব-মূর্তি ন.ষ্ট করা হবে৷ ছোট বেলা থেকে সিলেটে পড়াশুনা করায় তিনি সিলেটি ভাষা আয়ত্ব করে নিজেকে সিলেটি দাবি করেন।
প্রকৃত সিলেটের মেয়েরা এমন অশোভন হতে পারে না ।