ঢাকা | বঙ্গাব্দ

অরুচি.কর পোশাক পড়া নিজের মেয়েকে অবঞ্চিত ঘোষনা করলো

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1299 জন
অরুচি.কর পোশাক পড়া নিজের মেয়েকে অবঞ্চিত ঘোষনা করলো ছবির ক্যাপশন: স্বধীন৭১
ad728
বাবার চাকুরীর সুবাদে সিলেটে বড় হওয়া এই মেয়ে নিজেকে সিলেটী দাবী করলেও তার দাদার বাড়ি লক্ষীপুর। তার মূল নাম মোছাম্মত ফারজানা ইয়াসমিন কলি।

সামিরা খান মাহির পিতার বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলায়। তার পিতা দিরাই উপজেলা টেলিফোন এক্সচেঞ্জ এর অপারেটর হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তার জন্ম দিরাইয়ে। এরপর দিরাই ও পরবর্তীতে সিলেটে বেড়ে ওঠা। তার পিতা একজন পাঁচ ওয়াক্ত নামাজি ও ধর্মপরায়ণ ব্যক্তি।

ফারজানা ইয়াসমিন মিডিয়া অঙ্গনে পা দেয়ার পর সামিরা খান মাহি নামেই সকলের কাছে পরিচিতি অর্জন করেছেন। সম্প্রীতি ইয়ামাহা FZ-25 মোটর সাইকেলের লঞ্চিং অনুষ্ঠানে অশোভন পোষাকে নাচের ভিডিও ভাইরাল হয়েছে। 

অনেকেই বলছেন এই অরুচি.কর পোশাক পড়া মেয়ে নিজেকে সিলেটের মেয়ে হিসেবে দাবী করলে সিলেটের ভাব-মূর্তি ন.ষ্ট করা হবে৷ ছোট বেলা থেকে সিলেটে পড়াশুনা করায় তিনি সিলেটি ভাষা আয়ত্ব করে নিজেকে সিলেটি দাবি করেন। 

প্রকৃত সিলেটের মেয়েরা এমন অশোভন হতে পারে না ।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ইমন চৌধুরী

কমেন্ট বক্স
নরসিংদীতে গণমাধ্যম কর্মীর বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদ

নরসিংদীতে গণমাধ্যম কর্মীর বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদ