ঢাকা ১১:৩৯:৫৯ এএম | ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

  • প্রতিনিধির নাম :জি,এম, আবু সাঈদ মিন্টু স্টাফ রিপোর্টার | নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 15076 জন
খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু ছবির ক্যাপশন: স্বাধীন৭১
ad728

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত পলাশ (১৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
আজ  (০৭ এপ্রিল) সোমবার সকাল ৮টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্বৃত্তরা পলাশকে পূর্ব শত্রুতার জের ধরে প্রেমঘটিত ব্যক্তিগত আক্রোশে ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। ছুরির আঘাতে তার নাড়িভুড়ি বের হয়ে যায়।

আজ সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় খুমেক হাসপাতালে তার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রমপ্রক্রিয়া চলছে  ।


উল্লেখ্য, গত রোববার (০৬ এপ্রিল) রাত ১০টার দিকে খুলনা মহানগরী জাতিসংঘ পার্কে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়।  আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ