ঢাকা | বঙ্গাব্দ

টঙ্গীতে মহাসড়কে সক্রিয় ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার উদ্ধার দেশীয় অস্ত্র ও চারটি মোটরসাইকেল

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 25, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 5955 জন
টঙ্গীতে মহাসড়কে সক্রিয় ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার উদ্ধার দেশীয় অস্ত্র ও চারটি মোটরসাইকেল ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেলযোগে ছিনতাই চালিয়ে আসছিল এমন একটি সংঘবদ্ধ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন—মো. মোফাজ্জেল (২২) ও মো. সাঈদ হাসান (২০)। পুলিশ জানায়, সম্প্রতি টঙ্গী ও আশপাশের এলাকায় মোটরসাইকেলে করে ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে ছিনতাই রোধে তৎপর হয় টঙ্গী পূর্ব থানা পুলিশ। একাধিক অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।


তাদের ব্যবহৃত মোটরসাইকেলের পাশাপাশি আরও তিনটি চোরাই মোটরসাইকেল এবং ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আসামিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তারা মূলত রাতে বা ভোরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের টার্গেট করে। অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত।


তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও চুরির মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য সদস্যদের নাম ও অবস্থান শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

এদিকে পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।


স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে মহাসড়কে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় অনেকেই রাতে চলাচল করতে ভয় পেতেন। পুলিশ অভিযান চালিয়ে অপরাধীদের ধরায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।


পুলিশ জানিয়েছে, সড়কে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ ইমন চৌধুরী

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমাগঞ্জ ০২নং ওয়ার্ড দুই পক্ষের সংঘর্ষে আহত -১, থানায় অভিযো

রমাগঞ্জ ০২নং ওয়ার্ড দুই পক্ষের সংঘর্ষে আহত -১, থানায় অভিযো