ঢাকা | বঙ্গাব্দ

ভোলার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার মতবিনিময় সভা

  • প্রতিনিধির নাম :পেয়ার ইসলাম নূরউদ্দিন,ভোলা | নিউজ প্রকাশের তারিখ : May 12, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 3506 জন
ভোলার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
ad728
ভোলার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার মতবিনিময় সভা

শুক্রবার ৯ মে ২০২৫ রাত ৮:৩০ মিনিটে প্রেসক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক -এর সঞ্চালনায় ভোলার সম্মানিত সাংবাদিকদের  নিয়ে ভোলা প্রেসক্লাবে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও গঠনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিক ও রাজনীতিবিদ হলেন একে অপরের পরিপূরক।রাজনীতিবিদদের কোন ভুল হলে সাংবাদিকের কাজ হল ধরিয়ে দেওয়া। সাংবাদিকরা হলো ইসলাম,দেশ, মানবতার পাশে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে।

তিনি আরো বলেন, ইসলাম,দেশ, মানবতা, মাটি ও মানচিত্র রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংবাদিক বন্ধুদের পাশে চায়। কখনো যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতৃবৃন্দ কোন অন্যায়  করে সাথে সাথে ভূল ধরিয়ে দিবেন। যদি আপনারা ধরিয়ে দেন তাহলে সাথে সাথে ইসলামী আন্দোলন সাংগঠনিক ব্যবস্থা নিবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ)
উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ