ঢাকা | বঙ্গাব্দ

খেলাধুলা ছাড়া শারীরিক ও মানসিক উন্নয়ন অসম্ভব: মেয়র ডা. শাহাদাত

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 9, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 3091 জন
খেলাধুলা ছাড়া শারীরিক ও মানসিক উন্নয়ন অসম্ভব: মেয়র ডা. শাহাদাত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

রোববার চসিক একাদশ’র ব্যবস্থাপনায় চসিক বাকলিয়া স্টেডিয়ামে ইকুইটি মেয়র কাপ অনুর্ধ-১৪ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন চসিক একাদশের সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ইস্পাহানী একাডেমি বনাম কোয়ালিটি একাডেমি।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, খেলাধুলা ছাড়া শারীরিক ও মানসিক উন্নয়ন অসম্ভব। মানসম্মত শিক্ষার নিশ্চিতে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করে ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "সুস্থ দেহের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে একাগ্রতা, শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও দায়বদ্ধতা গড়ে তুলতে ক্রীড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।  শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। এটি শুধু বিনোদন নয়, বরং আত্মবিশ্বাস ও পরিশ্রমের মানসিকতা গড়ে তোলে। বর্তমান যুগে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা সমান গুরুত্বপূর্ণ। চট্টগ্রামে এখন সেভাবে মাঠে খেলার কোনো সুযোগ নেই। 

ওয়ার্ডে ওয়ার্ডে খেলার মাঠ করার ঘোষণা দিয়ে মেয়র বলেন, শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবিত করার পাশাপাশি ৪১টি ওয়ার্ডে মাঠ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছি। এরই মধ্যে অনেকগুলো মাঠের কাজ শুরু চলছে। বৈষম্য দূর করতে, সমাজের ধনী-গরিব সকলের জন্য খেলাধুলার সুযোগ তৈরি করছি। এভাবেই আমরা বৈষম্যহীন একটি সুন্দর চট্টগ্রাম গড়ে তুলব।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী আকিব আহমেদ,  মার্কেটিং ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেন,  সিজেকেএস সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, ইকুইটি সেলস লিডার মোঃ সাইফুদ্দিন সাইফ, চসিক একাদশের কর্মকর্তা, কাজী মোজাম্মেল হক মানিক, মহিউদ্দিন আহমেদ, বিভাস বড়ুয়া, জাতীয় খেলোয়াড় আসাদুর রহমান, মোঃ নাসির, বোরহান, টুর্নামেন্টের কমিটির আহ্বায়ক মাসুম উদ্দৌলা, টুর্নামেন্ট কমিটির সচিব মোফাককরল ইসলাম (প্রিন্স), সোহেল হোসেন পিন্টু, পংকজ মিত্র, সাজু, লিখন, জাবেদ, মানুদ, বাঁশী,  রিয়াদ হোসেন প্রমূখ।

নিউজটি পোস্ট করেছেন : আদর বড়ুয়া

কমেন্ট বক্স
মুন্সীগঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার প্রায় ২০০ কেজি ওজনের ব

মুন্সীগঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার প্রায় ২০০ কেজি ওজনের ব