ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইমপাওয়ারিং গালর্স এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম :কুড়িগ্রাম প্রতিনিধিঃ | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1444 জন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইমপাওয়ারিং গালর্স এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইমপাওয়ারিং গালর্স এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা : সোহেলী আক্তারের সভাপতিত্বে ও ইউএসএস উপজেলা শাখার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম সঞ্চালনায় ইমপাওয়ারিং গালর্স এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রকল্পের সমাপনী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির, উপজেলা সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মজিবর রহমান, এ্যাকশন এইডের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, প্রতিনিধি সাবরীম সাকা মীম, কাজী মোর্শেদ আলম, মারুফ মোহাম্মদ শিহাব, তানজিয়া আনজুম, নীলফামারী ইউএসএস প্রকল্প মন্বয়কারী আব্দুল রউফ, মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জামাল উদ্দিন ও সদর ইউপি চেয়ারম্যান হারুন অর-রশিদ প্রমূখ।

এ সময় বিভিন্ন ইউনিয়নের কাজী, পুরোহিতসহ
বক্তৃতারা জানান, ইমপাওয়ারিং গালর্স এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রকল্পটি গত ১০ মাসে ফুলবাড়ী উপজেলার বাল্যবিবাহের বন্ধে নানামুখী পদক্ষেপ নিয়ে কাজ করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুলনায় বাটা ও কেএফসিতে হামলা ভাঙচুর

খুলনায় বাটা ও কেএফসিতে হামলা ভাঙচুর