ঢাকা | বঙ্গাব্দ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং-এর বিশাল মিছিল।

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 2661 জন
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং-এর বিশাল মিছিল। ছবির ক্যাপশন: স্বাধীন৭১
ad728
ভোগরা বাইপাস-চৌরাস্তায়  আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও শক্তিশালী মিছিল অনুষ্ঠিত হয়।

এই মিছিলে অংশ নেন শতাধিক শ্রমিক নেতা, কর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষ। মিছিলটি ভোগরা বাইপাস-চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। হাতে লাল পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শ্রমিকরা “শ্রমিক-মালিক ঐক্য চাই”, “শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা কর” সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক উইং-এর আহ্বায়ক জনাব [আবু রায়হান মেজবা], এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য [শেখ ফরিদ]। বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রম আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা আরও বলেন, “আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধু একটি দিন নয়, এটি শ্রমিকদের আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক। এই দিন আমাদের মনে করিয়ে দেয় যে, শ্রমিকের ঘামেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে।”

মিছিলে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রম সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মিছিলটি এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলে এবং শ্রমিকদের মাঝে নতুন উদ্দীপনার সঞ্চার করে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ইমন চৌধুরী

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধর

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধর