ঢাকা | বঙ্গাব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া স্বর্ণ উদ্ধার করে দিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্লাটুন কমান্ডার

  • প্রতিনিধির নাম :মোঃ সেলিম মিয়া | নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1110 জন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া স্বর্ণ উদ্ধার করে দিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্লাটুন কমান্ডার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর হারিয়ে যাওয়া স্বর্ণ উদ্ধার করে দিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

আজ ২রা মে ২০২৫ ইং শুক্রবার বাহারাইন প্রবাসী মোঃ মোক্তার মিয়া, কশবা, ব্রাহ্মণবাড়িয়া,  বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক সময় ১৭ঃ০৯ মিনিটে অবতরণ করেন।

বিমানবন্দরের সকল কার্যক্রম শেষ করে, তাকে রিসিভ করতে আসা সহযাত্রী গণের সাথে  লাগেজ সহ মালামাল বহনকারী ট্রলিতে করে ক্যানপি-১ বাহির গেট দিয়ে বের হয়ে চলে যায়।

এ সময় মালামাল বহন করি ট্রলিতে ভুলবশত চার ভরি স্বর্ণের ব্যাগ ফেলে রেখে যায়। যাহার বর্তমান আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।

পরবর্তীতে সেখানকার দায়িত্বে থাকা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শিফট ইনচার্জ প্লাটুন কমান্ডার  মোঃ আব্দুর রউফ ব্যাগ টি দেখতে পেয়ে নিজ হেফাজতে রাখেন।

এরপর মাইকিং করে হারানো বিজ্ঞপ্তি টি প্রচার করা হয়।
উক্ত যাত্রী তার মালামাল যাচাই-বাছাই করার সময় লক্ষ্য করেন যে স্বর্ণের ব্যাগটি ফেলে রেখে এসেছেন।
তিনি পুনরায় আনুমানিক সময় ১৮:০৩ মিনিটে ক্যানপি-১ প্রবেশ করে। এবং হারিয়ে যাওয়া ব্যগটি খুঁজতে থাকে।

এ সময় সেখানকার দায়িত্বে থাকা সহকারী প্লাটুন কমান্ডার বিষয়টি শিফট ইনচার্জ আব্দুর রউফকে অবগত করেন।

এমতাবস্থায় উপযুক্ত প্রমাণাদি যাচাই-বাছাই করে প্রকৃত  মালিক মোঃ মোক্তার মিয়া কে তার হারিয়ে যাওয়া স্বর্ণের ব্যাগটি হস্তান্তর করা হয়।
সেই সময়ে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন সততায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ