হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্লাটুন কমান্ডার এর সহযোগিতায় হারিয়ে যাওয়া লাগেজ ফিরে পেলেন বেইজিং থেকে আসা প্রবাসী বাংলাদেশি।
দেশ ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় সর্বদা নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
দেশের জাতীয় ও আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল বন্দরগুলোতে সাধারন ও ব্যাটালিয়ন আনসার সদস্য-সদস্যারা জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে আসতেছে।
এরই ধারাবাহিকতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহুতল কার পার্কিং এর নিচ হতে একটি লাগেজ উদ্ধার ও প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
গত ১৩-০৫-২৫ ইং (মঙ্গলবার) আনুমানিক রাত সময় ১১:৫০ ঘটিকা বহুতল কার পার্কিং বাহির গেটের সামনে একটি পরিত্যক্ত অবস্থায় লাগেজ পাওয়া যায়।
এসময় সেখানে দায়িত্বরত সিফট ইনচার্জ (প্লাটুন কমান্ডার) মোঃ আব্দুল রউফ লাগেজটি উদ্ধার করে নিজ হেফাজতে রাখে।
পরবর্তীে লাগেজটির উপরে মোবাইল নম্বর থাকায় উক্ত লাগেজের মালিক কে ফোন করলে উপযুক্ত তথ্য প্রমানসাপেক্ষে লাগেজ টি হস্তান্তর করা হয়।
চীনের বেইজিং থেকে আসা প্রবাসী মোঃ রফিকুল ইসলাম বেলকুচি, সিরাজগঞ্জ সদর, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের সহযোগিতায় হারিয়ে যাওয়া লাগেজ ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে এবং কৃতজ্ঞতা স্বীকার করে।
নিউজটি পোস্ট করেছেন :
মোঃ সেলিম মিয়া