ঢাকা ১১:৪২:০৩ এএম | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ভারতীয় ইস্কাফ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রতিনিধির নাম :ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : | নিউজ প্রকাশের তারিখ : May 23, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 5345 জন
ফুলবাড়ীতে ভারতীয় ইস্কাফ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন৭১
ad728
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় ইস্কাফ (ফেনসিডিলের বিকল্প নেশা) সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বুধবার (১৪ মে) দুপুরে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। 
এর আগে মঙ্গলবার ( ১৩ মে) রাত সাড়ে এগারো টার দিকে উপজেলার কদমতলা চৌরাস্তার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান  চালায়।

এ সময় অটোরিকশায় বিশেষ কায়দায় ফিটিং করা ইস্কাফ সহ মাদক ব্যবসায়ী ফারুক হোসেন ফাহিম (২২) কে গ্রেফতার করে। গ্রেফতার ফারুক হোসেন ফাহিম উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতার আসামীকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের আস্থাভাজন শহীদ সৈয়দ নজরুল ইসল

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের আস্থাভাজন শহীদ সৈয়দ নজরুল ইসল