ঢাকা | বঙ্গাব্দ

প্রচারেই প্রসার

  • প্রতিনিধির নাম :নিজস্ব প্রতিনিধি: | নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 7000 জন
প্রচারেই প্রসার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
প্রচারেই প্রসার

এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।   

প্রচারেই নাকি প্রসার ঘটে লোক মুখে শোনা-
ভাবিনি তা কভুও একাকীত্বে হয়ে আনমনা,
দেখিনি লাইনে দাড়িয়ে কারে বলে প্রতিযোগীতা-
পাইনি বিজয় সারিতে দাড়িয়ে কি হারা জিতা!

শুনেছি চকচক করলেই নাকি! হয়না সোনা-
দেখি আজ এসময়ে চকচক করলে হয় সোনা,
গুণ তাতে থাকুক বা না থাকুক মুল্যায়নে-
চাকচিক্যে ধরে তা এখন হাজার মনে...

হয়তো খোঁজে কেউ প্রচার স্বমুখ লোক-
কারো প্রয়োজন আবার প্রচার বিমুখ ঝোক,
লেখে; আঁকে;গায় চর্চা করে অনেকে মনে প্রাণে-
আবদ্ধ রাখে ব্যক্তির সাধনা আরক্ত ধ্যানে...

পায় পরিবেশ যেজন ফোটে তরতর করে-
সুযোগের অভাবে থাকে অনেকে পিছনে পরে,
পায় মুল্যায়ন কাজে লোকে থাকলে যোগাযোগ-
আবার অনেকের জীবনে আসেনা কোন সুযোগ!

বস্তুনিষ্ঠ লোকের বড় অভাব এ সময়ে-
সুখের প্রতি উদাসীন ভাবেনা নৈতিক পরাজয়ে,
সকল জয়-পরাজয় হোক সমভাবে-
হয়তো ভাবে ঘটমান সময়টুকু এভাবেই কেটে যাবে!

রচনাকালঃ ২৬শে এপ্রিল' ২০০৭
রাতঃ ১০:০১ মিনিট
কিচেন রুম)মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ, ডাকঃকুয়াবাসী, উপজেলাঃচাটমোহর, জেলাঃপাবনা

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স