ঢাকা | বঙ্গাব্দ

মীর্জা ফখরুলকে স্বাগত জানালেন চসিক মেয়র ডা. শাহাদাত, চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 12, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 2984 জন
মীর্জা ফখরুলকে স্বাগত জানালেন চসিক মেয়র ডা. শাহাদাত, চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728


শনিবার সকালে মীর্জা ফখরুল চট্টগ্রাম পৌঁছালে মেয়র ডা. শাহাদাত তাকে অভ্যর্থনা জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। বিমানবন্দরে স্বাগতকালে মেয়রের সঙ্গে মীর্জা ফখরুলের একান্ত আলাপ হয় এবং চলমান নগর উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়।

চট্টগ্রামের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হয়ে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী। এই নগরীর নাগরিকদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে সামঞ্জস্য আনার লক্ষ্যে মেয়র ডা. শাহাদাত যেভাবে নিরলসভাবে কাজ করছেন, তা প্রশংসনীয়।

তিনি আরও বলেন, নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন যে সমন্বিত উদ্যোগ নিয়েছে, তাতে শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনেরও অংশগ্রহণ প্রয়োজন। মেয়রের উদ্যোগকে আমি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখি।

নগরের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বিএনপি মহাসচিব। এসময় তিনি নগর ভবিষ্যৎ পরিকল্পনায় নানা পরামর্শ দেন এবং মেয়রকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়নে আমরা যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি, তা বাস্তবায়নে কেন্দ্রীয় নেতৃত্বের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মীর্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভূমিকা রেখে চলেছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমি তার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি।

বিমানবন্দরে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, বিএনপি নেতা মো. কামরুল ইসলাম, মনিরুল ইসলাম ইউছুপ সহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : আদর বড়ুয়া

কমেন্ট বক্স