পাবনা জেলার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকা থেকে শুক্রবার (৯ মে ২০২৫) দিবাগত রাতে অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে।
গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামের আব্দুস সামাদ সরকার (৬৬) (সহ-সভাপতি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ), মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ রফিকুল ইসলাম (৪২), ফৈলজানা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত নেতা জগন্নাথপুর গ্রামের মোঃ ফিরোজ মাহমুদ (২৮),বৃ-গুয়াখড়া গ্রামের মোঃ শরিফুল ইসলাম মকবুল(২৫)(পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক)।
গুনাইগাছা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (১০ মে ২০২৫) সকালে ৪ জনকে চাটমোহর থানা পুলিশ পাবনা জেলা ও দায়রা জজ আদালতে জেল হাজতে প্রেরণ করেছেন।