ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে ড. জোবাইদা রহমানের উদ্বোধনে ক্রিকেট ফাইনাল ২০২৫ অনুষ্ঠিত।

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 13, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 3935 জন
গাজীপুরে ড. জোবাইদা রহমানের উদ্বোধনে ক্রিকেট ফাইনাল ২০২৫ অনুষ্ঠিত। ছবির ক্যাপশন: স্বাধীন৭১
ad728
গাজীপুরের প্রাণকেন্দ্রে আজ এক ব্যতিক্রমী আয়োজনে মুখরিত হয়ে উঠেছে শহর, যেখানে অনুষ্ঠিত হলো ক্রিকেট ফাইনাল ২০২৫। এ বছরের প্রতীক্ষিত এ ম্যাচটির বিশেষ আকর্ষণ ছিল, স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও সাধারণ মানুষের বিপুল উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে পুরো আয়োজন।

 গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা ও স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি ছিল বিভিন্ন স্কুল-কলেজ ও ক্লাব দলের মধ্যে প্রতিযোগিতামূলক এক মিলনমেলা।


গাজীপুর মহানগর যুবদলের সাধারন সম্পাদক শেখ সুমন বক্তব্যে বলেন  “খেলাধুলা শুধু শারীরিক সুস্থতারই নয়, একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম মাধ্যম। তরুণদের মধ্যে দেশপ্রেম, একতা ও শৃঙ্খলা গড়ে তুলতে এমন আয়োজন অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে ছিলেন, মোঃআবু বক্কর,,আহবায়ক গাজীপুর যুবদল।
শেখ সুমন,,সাধারন সম্পাদক গাজীপুর মহানগর ও,,মাহমুদুল হাসান মিরন,,
আরো অন্যান্য কর্মিরাও ছিলো সেখানে।

দর্শক সারিতে ছিল নানা বয়সের উৎসাহী জনতা।যুব দলের নেতা বিন্দরা ফাইনালের শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, শিক্ষক ও ক্রীড়াবিদেরা এই আয়োজনকে যুগান্তকারী ও অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন।

গাজীপুর ক্রিকেট ফাইনাল ২০২৫ এ শুধু খেলার আনন্দই নয়, দেখা গেলো আশাবাদ, ঐক্য ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ইমন চৌধুরী

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ