ঢাকা | বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ অটোচালক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রতিনিধির নাম :নাদিরুজ্জামজন মিয়া সিমু, (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ | নিউজ প্রকাশের তারিখ : May 12, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 2976 জন
ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ অটোচালক মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ অটো চালক আজিজুল হক (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার বিকালে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুটিচন্দ্রখানা এলাকায় অটো রিকশা তল্লাশি চালিয়ে কসটেপ দিয়ে মোড়ানো ২ পটলায় মোট ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ সময় অটোরিকশাসহ (চালক) মাদক ব্যবসায়ী আজিজুল হককে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃক মাদক ব্যবসায়ী কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বেড়াকুটি এলাকার মৃত আকবর আলীর ছেলে।

পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রক্রিয়াধীন রয়েছে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে রবিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন নিজস্ব অটোরিকশায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি এর আগেও গ্রেফতার হয়েছেন এবং তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৌলতখানের জমি জমার বিরোধে সংঘর্ষ অন্তত আহত ৭

দৌলতখানের জমি জমার বিরোধে সংঘর্ষ অন্তত আহত ৭