ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটের কালীগঞ্জে ভ্যান চালকের আত্মহ*ত্যা!

  • প্রতিনিধির নাম :স্টাফ রিপোর্টারঃ | নিউজ প্রকাশের তারিখ : May 9, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 2364 জন
লালমনিরহাটের কালীগঞ্জে ভ্যান চালকের আত্মহ*ত্যা! ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
লালমনিরহাট জেলার কালীগঞ্জ  উপজেলার ভোটমারী ইউনিয়নের চৌধুরীরহাট এলাকায় আনোয়রুল (৪০) নামে এক ভ্যান চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে উপজেলার ভোটমারী  ইউনিয়নের নোহালী এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ারুল একই এলাকার রুস্তম আলী  ছেলে।

স্থানীয়রা জানান,  আনোয়ারুল সোমবার ১০টার সময় বাড়ির সকলের অগোচরে নিজের ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছেন এখন পর্যন্ত এর প্রকৃত কারন জানা যায়নি বলেও জানান তারা।

 এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লালমনিরহাট  সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজায় গণহত্যার প্রতিবাদে রংপুরে ছাত্র ও যুবদলের বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে রংপুরে ছাত্র ও যুবদলের বিক্ষোভ