হারজিত খেলায়
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর,পাবনা।
হেরে গেছি টাকার জন্য হারজিত খেলায়-
হাড়ে হাড়ে বুঝেছি তা আজ অবেলায়,
কত টাকা নষ্ট করে আজ অবশেষে-
গড়তে পারিনি ভাগ্য রেখা কর্ম দোষে!
কত সময় নষ্ট করেছি এ নষ্ট জীবনে-
সময়ের মুল্য বুঝেছি আজ সময়ের টানে,
শুয়ে বসে ঘুরে ফিরে সময় করে নষ্ট-
কান্নার মুল্যে কিনে নিয়েছি মুল্যায়িত কষ্ট ।
বুদ্ধি থাকতেও বুদ্ধিকে পাত্তা না দিয়ে-
করেছি অবহেলা আপনাকে দুঃখ-কষ্ট সয়ে,
অবিচার অনাচার নিগ্রহন যত নির্যাতন-
দগ্ধ করেছে ক্ষত-বিক্ষত করে এই মন।
ভূল বুঝে ভূল করে ভূলের মাশুলে-
অগ্নিবীণার সুরে-সুরে জীবন প্রদীপ জ্বলে,
হয়নি যে লেখা জীবনের কথা জীবনের তরে-
সুখ-দুঃখ পরিমিতি হয়নি কভু মৃদু স্বরে।
যা কিছু বিজয় ভাগ্যের পরিশ্রমে-
নিয়েছি কিনে তা বিবেকের কার্যক্রমে,
হেরে গেছি টাকার জন্য পরাজিত হয়ে-
পারবোনা বুঝাতে তা কভুও দুঃখ জয়ে।
সুখ পেতাম টাকা হলে! তবে হতেম না কবি-
টাকার মাঝে নেইতো সুখ...তাই শুধু ভাবি,
টাকার জন্য সৌভাগ্য হয়;টাকা হীনের নয়-
ভাগ্য সেতো অর্থ ও কর্মে সীমাবদ্ধ রয়.....
(তারিখঃ ৬ মে ২০০৮ঈশায়ী, সকালঃ ১১:২২_১১:৩৫,
মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ,কচুগাড়ী, কুয়াবাসী,ফৈলজানা, চাটমোহর, পাবনা)
নিউজটি পোস্ট করেছেন :
মোঃ সেলিম মিয়া