ঢাকা | বঙ্গাব্দ

তাণ্ডব’-এর ফোরকাস্টে রেকর্ড,ইঙ্গিত নয়, ধ্বংসের সিগন্যাল!

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 25, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 4161 জন
তাণ্ডব’-এর ফোরকাস্টে রেকর্ড,ইঙ্গিত নয়, ধ্বংসের সিগন্যাল! ছবির ক্যাপশন: স্বাধীন৭১
ad728
একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। আর মজার ব্যাপার হচ্ছে—ভাঙছেনও নিজেই! শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষি সিনেমা অঙ্গনেই তার সমকক্ষ কেউ নেই! এর প্রমাণ আবার মিললো প্রকাশিত ‘তাণ্ডব’-এর ফোরকাস্টে!
মাত্র ২৪ ঘণ্টায় এটি কোটির বেশি দর্শক ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকে দেখেছেন। মাত্র একদিনে কোনো সিনেমার প্রমোশনাল কন্টেন্ট কোটিরও বেশি ভিউসের রেকর্ড বাংলা সিনেমার ইতিহাসে একটি নতুন মাইলফলক। সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলছে, ‘দুই বাংলায় এটা শুধু শাকিব খানের পক্ষেই সম্ভব’।
পাশাপাশি টিজারটি প্রকাশের পর ট্রেন্ডিংয়ে উঠে আসছে, একইসঙ্গে দেশের পাশাপাশি বিদেশের কন্টেন্ট ক্রিয়েটররাও শাকিবকে নিয়ে রিভিউ দিচ্ছেন! কেউ কেউ বলছেন, প্রতিবারই প্রমাণিত হয় শাকিব খানের সিনেমা কোনো কনটেন্ট প্রকাশ পেলে দুই বাংলায় উন্মাদনা শুরু হয়!
তাণ্ডব’ পরিচালনা করছেন রায়হান রাফী। রবিবার সকাল সাড়ে ১১টায় শাকিব খানের ফ্যান পেজসহ, আলফা আই, এসভিএফ, চরকি এবং দীপ্ত টিভি ফেসবুক ও ইউটিউবে ফোরকাস্টটি উন্মুক্ত করা হয়। এছাড়া জয়া আহসান, সাবিলা নূরসহ অনেকে এটি তাদের পেজে পোস্ট করেন।
সব মিলিয়ে ভিউস গণনা করলে দেখা যায়, ২৪ ঘণ্টায় কোটির বেশি দর্শক দেশ বিদেশ থেকে ‘তাণ্ডব’ ফোরকাস্টটি উপভোগ করেছেন। শুধু তাই নয়, ভার্চুয়াল বিভিন্ন মাধ্যমে আরো শত শত পেজ থেকে শেয়ার হচ্ছে ফোরকাস্টের বিভিন্ন ক্লিপ!
সোমবার (১৯ মে) সকালে নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে ‘তুফান’ নির্মাতা রাফী লিখেছেন, তাণ্ডব ফোরকাস্ট সব রেকর্ড ভেঙে দিয়েছে। মাত্র একদিনেই মোট ভিউ ১ কোটিরও বেশি।
প্রকাশিত ফোরকাস্টে দেখা যায়, মুখোশ পরা একটি গ্যাং এক ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। ধারণা করা যাচ্ছে, সেটি একটি টেলিভিশন চ্যানেলের ভবন। যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে! এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের। ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে, যেখানে বলা হয় ‘তাণ্ডব আসছে’।
সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়। একপর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। টিজারের একঝলকে জয়া আহসানকেও দেখানো হয়। টানটান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর টিজারটি দেখার পর শাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। তারা বলছেন, যেন আর তর সইছে না পর্দায় ‘তাণ্ডব’ দেখার। টিজার উন্মাদনা ইঙ্গিত দিচ্ছে, ‘বরবাদ’ সাফল্যের পর আসছে ঈদেও সিনেমা হলেও রেকর্ড করতে যাচ্ছে শাকিবের ‘তাণ্ডব’।





নিউজটি পোস্ট করেছেন : নিজাম উদ্দীন

কমেন্ট বক্স
৪ দিন ধরে দক্ষিণ চট্টগ্রামে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রী

৪ দিন ধরে দক্ষিণ চট্টগ্রামে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রী