ঢাকা | বঙ্গাব্দ

মানিকগঞ্জের ঘিওরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 13, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 3841 জন
মানিকগঞ্জের ঘিওরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়  দোয়া মাহফিল ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (১০ মে) বিকাল ৩.০০ ঘটিকায় সময় ঘিওর উপজেলায় ঢুলন্ডী গ্রামে দৌলতপুর উপজেলা বিএনপি  ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় এ্যাড মোঃ ইউনুস শিকদারের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি  কৃষিবিদ প্রফেসার ড. আকবর হোসেন বাবলু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ শফিউল আলম বিল্টু,দৌলতপুর উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন,শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি জি এম এনামুল হক,দৌলতপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়া,বিএনপি নেতা রফিকুল ইসলাম ঘুটু মিয়া,বিএনপি নেতা আবুল হোসেন লুলু মুন্সী,দোরগ্রাম কলেজের সাবেক ভিপি মোঃ বাবুল হোসেন,বিএনপি নেতা জাকির হোসেন লিটন,মানিকগঞ্জ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ঢাকা উত্তরে কৃষকদলের  যুগ্ম সম্পাদক মোঃ সেলিম মিয়া।  
প্রধান অতিথি খন্দকার আকবর হোসেন বাবলু বলেন, "বাংলাদেশে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নিরলস রাত-দিন কাজ করে যাচ্ছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিত করা, রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।"

এ সময় তিনি আরও বলেন, "হাজারো ছাত্র-জনতা ও বিএনপির অসংখ্য নেতা-কর্মীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার, ফ্যাসিস্ট, মাফিয়া শেখ হাসিনার সরকারের পতনের পর প্রফেসর ড. ইউনুসের নের্তৃত্বে যে অন্তর্বতীকালীন সরকার গঠিত হয়েছে তাদের মূল দায়িত্বই হলো ভংগুর রাষ্ট্র কাঠামোর মিনিমাম সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাবস্থা করা। বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তা ব্যাপকভাবে বিরাজ করছে তার সমাধান একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই করতে পারবে।" তিনি আরও বলেন, "বর্তমান ব্যবস্থায় জনগণের মতামত প্রতিফলিত হচ্ছে না, তাই নির্বাচনই একমাত্র সমাধান।" এ ছাড়া, সরকারের বিরুদ্ধে দেশে বিরাজমান গণতান্ত্রিক সংকট এবং ভোটাধিকার সঙ্কুচিত হওয়ার ফলে দেশের জনগণের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
ড. বাবলু আরও বলেন, "এখনো ফ্যাসিস্টদের দোসররা ও বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত দ্বিতীয় স্বাধীনতা নস্যাৎ করার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে বিএনপির নেতা-কর্মীদের আরও সক্রিয় হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"
এ ছাড়া অন্যান্য বক্তারা বলেন, "বিএনপি একটি জনগণের দল, যেখানে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে এবং সে লক্ষ্যেই এই দল কাজ করছে।"

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ আব্দুল আল মামুন

কমেন্ট বক্স