ঢাকা | বঙ্গাব্দ

বিদায় বাবার, পরীক্ষার হলে সন্তানের লড়াই

  • প্রতিনিধির নাম :নিজস্ব প্রতিবেদক: | নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 9400 জন
বিদায় বাবার, পরীক্ষার হলে সন্তানের লড়াই ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিয়েছে বরগুনার বেতাগী উপজেলার খাইরুল বেপারী নামে এক শিক্ষার্থী। তিনি ওই উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী।

গেলো বুধবার (২৩ এপ্রিল) সকালে বেতাগী উপজেলার বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে খায়রুল তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ের নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এর আগে বুধবার ভোররাত ৩টার দিকে ওই পরীক্ষার্থী বাবা আমজেদ বেপারী (৬৩) হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাগলের পাড় নামক এলাকার বাসিন্দা ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত আমজেদ বেপারী পেশায় একজন দিনমজুর ছিলেন। তার তিন ছেলে-মেয়ের মধ্যে এসএসসি পরীক্ষার্থী খাইরুল সবার ছোট। গতকাল রাত ৩টার দিকে আমজেদ হঠাৎ তার বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন।এর পরপরই তিনি মৃত্যুবরণ করেন। তবে চলমান এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী সকালে খাইরুলের পরীক্ষা থাকায় বাবার মরদেহ বাড়িতে রেখেই তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে।

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী সাংবাদিকদের বলেন, এসএসসি পরীক্ষার্থী খাইরুলের বাবার মৃত্যুর খবর জেনেছি। পরবর্তী সব পরীক্ষায় অংশ নিয়ে সে যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সে ব্যাপারে প্রশাসনিকভাবে খোঁজ রাখা হবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
খুলনার নলিয়ান সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

খুলনার নলিয়ান সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক