বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার সকল সরকারি কার্যালয়ে ৩১দফার প্রচারণায় বই ও লিফলেট বিতরণ করেছেন দৌলতপুর উপজেলা ছাত্রদল। ১৫ মে বৃহস্পতিবার সকাল থেকেই দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়সহ বিভিন্ন টিমে বিভক্ত হয়ে উপজেলার ছোট বড় সকল সরকারি অফিসে এ প্রচারণা চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন-দৌলতপুর উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক হুমায়ুন কবির এলিট,সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম সুমন,সাবেক যুগ্ম আহবায়ক শামীম ওসমান,সাবেক যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ,চকমিরপুর ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সহ দৌলতপুর উপজেলা ছাত্রদল ও মতিলাল ডিগ্রী কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।