বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,দৌলতপুর থানা শাখার আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭মে) শনিবার বিকালে কলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্ব খেলার শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মনিরুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরে সাবেক সেক্রেটারী এ্যাড.এস এম ফেরদৌস,সাবেক সভাপতি আশরাফুল ইসলাম,দৌলতপুর থানা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী তোজাম্মেল হক তোতা,চকমিরপুর ইউনিয়ন জামায়াতের সহসভাতি মোঃ মোহাইমিনুল ইসলাম মামুন, ছাত্র নেতা বিজয়,শাকিব,বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম,সাংবাদিক ওমর ফারুক,ধামস্বর ইউনিয়ন আমীর মাহমুদুল্লাহ প্রমুখ।
খেলাটি ঘড়িয়ালা দাখিল মাদ্রাসা টাইব্রেকারে কলিয়া ইউনিয়ন এ-টিমকে ৩-২ গোলে পরাজিত করে। প্রধান অতিথি এ সময় বিজয়ী দল সহ খেলায়ারদের মাঝে পুরস্কার করেন।