নাটোর ডোমেইন নিয়ন্ত্রিত পাবনা জোন কর্তৃক আয়োজিত, জোনের আওতাধীন ঋণ গ্রহিতা সদস্যদের সাথে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা শহরের মক্তব মোড় টিএমএসএস'র জোনাল কার্যালয়ে বুধবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টিএমএসএস'র পাবনা জোনের, জোন প্রধান আরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময়ে প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এর প্রতিনিধি অতিথি হিসেবে উপস্থিত থেকে টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্পর্কে পরামর্শ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি বলেন টিএমএসএসের মাঠ পর্যায়ের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড সন্তোষ জনক। তিনি ঋণ গ্রহিতা সদস্যদের সাথে খোলা মেলা আলাপ আলোচনা করে সন্তোষ প্রকাশ করেন। তিনি সদস্যদের ছেলে মেয়েরা যাতে ঠিকমত লেখা পড়া করে, সে বিষয়ে সদস্যদের পরামর্শ দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের, ডোমেইন প্রধান সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। তিনি সারা দেশ ব্যাপী টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড সহ বিশেষ করে পাবনায় টিএমএসএস'র কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন। তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়ে সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।
অনুষ্ঠানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র উপদেষ্টা সাংবাদিক এম এ খালেক খান পিভিএম-সেবা উপস্থিত ছিলেন। টিএমএসএসের অন্য কর্মকর্তাদের মধ্যে সহকারী ডোমেইন প্রধান, সহকারী পরিচালক মীর মতিয়ার রহমান, পাবনা রিজিওন প্রধান মোঃ আবু সাহিন সোহেল ও শাখা প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ মতবিনিময় সভায় টিএমএসএসের ঋণ গ্রহিতা সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেয় চায়না খাতুন, মরিয়ম বেগম, বিলকিস খাতুন, মলিনা খাতুন, মোঃ সাজ্জাদ হোসেন ও বাবুল হোসেন প্রমুখ। মতবিনিময়ে মাঠ পর্যায়ের টিএমএসএস'র ঋণ গ্রহিতা ৬০ জন সদস্য অংশ নেয়। এ মতবিনিময়ে নানা শ্রেণির মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধা ভোগী সদস্য ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন