ঢাকা | বঙ্গাব্দ

কেন ভেঙেছিল ক্যাটরিনা-রণবীরের পাঁচ বছরের প্রেম

  • প্রতিনিধির নাম :বিনোদন ডেস্ক: স্বাধীন ৭১ | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1105 জন
কেন ভেঙেছিল ক্যাটরিনা-রণবীরের পাঁচ বছরের প্রেম ছবির ক্যাপশন: অনলাইন ফটো:
ad728
ক্যাটরিনা-রণবীর কাপুরের প্রেমের কাহিনি কার না অজানা। পর্দার এ জনপ্রিয় জুটি বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। বলিউড পাড়ায় তাদের প্রেম নিয়ে কম আলোচনা হয়নি। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর তাদের বিচ্ছেদ হয়ে যায়।

দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। সেই সময় দেশ-বিদেশ একসঙ্গে ঘুরেছেন। অভিনেতা একাধিক নায়িকার সঙ্গে প্রেমে সম্পর্কে জড়ালেও বিয়ে করেন বলি তারকা আলিয়া ভাটকে।

তবে ভক্তদের মনে কৌতূহল কেন প্রেমের সম্পর্কে ভেঙেছিল ক্যাটরিনা ও রণবীরের। তবে সম্পর্ক ভাঙার স্মৃতি খুব সুখকর ছিলনা তারকা জুটির। বেশ তিক্ততার সঙ্গেই সম্পর্কে ইতি টেনেছিলেন তারা।

ক্যাটরিনা নাকি আগেই আঁচ করতে পেরেছিলেন, রণবীর তাকে ভালোবাসেন না। বরং তার সঙ্গে প্রেমের অভিনয় করে সময় পার করছেন। অভিনেত্রী বিয়ের কথা বললে তিনি সাড়া দিতেন না। সবকিছু জানার পরেও কিছু বলতে পারতেন না ক্যাট। রণবীর ভয় পেতেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন— ঠিক কোন কারণে রণবীর কে ভয় পেতেন।

বিয়ের মণ্ডপে কনের বেশে পৌঁছে যাওয়ার পরও তার মনে প্রশ্ন থেকে যেত— আদৌ কি রণবীর তাকে ভালোবাসেন? অভিনেত্রী বলেন, ‘আমার একটা বিষয় নিয়ে খুব ভয় ছিল। আমি ভাবতাম, এমন যদি হয়— আমি বিয়ের মণ্ডপে বরমালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু বুঝতে পারছি ও (রণবীর) আমাকে ভালোবাসে না।

দীর্ঘ দিনের সম্পর্ক ভেঙে গেলেও দুইজনেই কখনও মুখ খোলেননি। মনের মাঝেই চেপে রেখেছিলেন বিচ্ছেদের বেদনা। তবে অভিনেত্রী সেই চাপা পড়া আগুন আর চেপে রাখতে পারলেন না। রণবীর নিজের সিদ্ধান্ত নিয়ে সেভাবে নিশ্চিত ছিলেন না। ও নিজের মনকেই ভালো করে চেনে না। তাহলে প্রতিশ্রুতি কীভাবে দেবে? তিনি বলেন, ‘এক দিন আমার হৃদয় ঠিকই ভেঙে যাবে, এ ভাবনা আমার ওপর জেঁকে বসেছিল।

ক্যাটরিনা রণবীরের পরিবারের ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। কিন্তু হয়ে উঠতে পারেননি। অভিনেত্রী বলেন, ‘আমি রণবীরের পরিবারের খুব কাছের নই। তবে আমি চেষ্টা করেছিল তার পরিবারের অংশ হতে। ওদের সঙ্গে আমি বেশি করে মিশতে চেয়েছি। বিয়ের করার অন্যতম কারণ হলো রণবীরের পরিবার।

অভিনেত্রী বিয়ে করেছেন বলিউড তারকা ভিকি কৌশালকে। অন্যদিকে রণবীর নিজেকে বেঁধেছেন আলিয়া ভাটের আঁচলে। রণবীর-আলিয়া জুটির এক মেয়ে সন্তান রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক নিউজ স্বাধীন ৭১:

কমেন্ট বক্স
দৌলতখানে মটর বাইক এক্সিডেন্ট হয়ে  পল্লী সঞ্চয়  ব্যাংকের কর্

দৌলতখানে মটর বাইক এক্সিডেন্ট হয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্