ঢাকা | বঙ্গাব্দ

ফকিরহাটে দুপক্ষের সংঘর্ষে আহত-১, থানায় অভিযোগ দায়ের

  • প্রতিনিধির নাম :তরিকুল মোল্লা বাগেরহাট জেলা প্রতিনিধিঃ | নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 11248 জন
ফকিরহাটে দুপক্ষের সংঘর্ষে আহত-১, থানায় অভিযোগ দায়ের ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
বাগেরহাটের ফকিরহাটে জমি-জমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১ জন গুরুত্বর আহতের অভিযোগ পাওয়া গেছে ।

গত (১২ এপ্রিল)  বাগেরহাটের ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় এসএম আবুল হোসেন (৫১) কে গুরুত্বর অবস্থায় ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, পৈত্রিক জমি ও বসত বাড়ি থেকে উৎখাত, অবৈধভাবে জমি  দখল ও মহিলাকে বেধড়ক মারপিট এবং শ্লীলতাহানী করার চেষ্টা করে।

এ ঘটনাকে কেন্দ্র করে এসএম আবুল হোসেন বাদী হয়ে (১৩ এপ্রিল) ফকিরহাট মডেল থানায় হামলাকারীদের বিরুদ্ধে ৫ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন- দেয়াপাড়া গ্রামের মৃত আলহাজ্ব আকিজ উদ্দিনের পুত্র মোঃ জাহাঙ্গীর শেখ (৬২), জাহাঙ্গীর শেখের পুত্র মোঃ ফজলু শেখ (৩২), ইমরান শেখ (২৮), ইকরাম শেখ (৫৩), ও রেখা বেগম (৪৮), উভয়ের গ্রাম দেয়াপাড়া।

এব্যাপারে ভুক্তভোগী এসএম আবুল হোসনের সাথে কথা বলে জানা যায়, গত (১২ এপ্রিল) দুপুর আনুমানিক আড়াই টায় আমার স্ত্রী কারিমা বেগম (৩৬), আমার শ্বশুর মঞ্জিল ফারাজী আমার বসতবাড়ির পূর্ব পার্শ্বে আমার পৈত্রিক জমির নারকেল সুপারির পাতা আনতে গেলে ৫ নং আসামী রেখা বেগম আমার স্ত্রীকে ভয়ভীতি প্রদান করে।

আমি পরে সংবাদ পেয়ে স্ত্রীকে উদ্ধার করতে গেলে আমার চলার পথ গতিরোধ করে হামলাকারিদের হাতে থাকা লোহার রড, কাঠের বাতা, লাঠিশোটা ও রড দিয়ে আমার মাথায় আঘাত করে এ আঘাতে আমার মাথা রক্তক্তা জখম হয়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় আমাকে উদ্বার করে ফকিরহাট স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। আমার জখমি স্থানে ১৩টি সেলাই লাগে। এছাড়া আমার স্ত্রীর শ্লীলতাহানী করার চেষ্টা করে।

এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার এসআই আশিকুর রহমান বলেন, অভিযোগটি পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযোগটি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে এক‌ যুবকের মৃত্যু

কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে এক‌ যুবকের মৃত্যু