ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় লবণচরা থানার চেকপোস্টে ৫ লক্ষ্য জাল টাকা উদ্ধার আটক ১

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 24, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1527 জন
খুলনায় লবণচরা থানার চেকপোস্টে ৫ লক্ষ্য জাল টাকা উদ্ধার আটক ১ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
আজ( ২১ মে) বুধবার  খুলনার লবণচরা থানাধীন ছাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকার জাল নোটসহ একজন যাত্রীকে আটক করেছে পুলিশ। 

আটককৃত ব্যক্তির নাম খোরশেদ আলম (৪৮)পিতা রমজান আলী সাং মাজের ট্যাক থানা বিশ্যামপুর জেলা সুনামগঞ্জ।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাসে তল্লাশির সময় খোরশেদ আলমের ব্যাগ থেকে ৫০০ টাকার নোটের ১০ বান্ডিল, মোট ৫ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 জাল নোটের বিস্তার রোধে পুলিশ ও র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে লেনদেনের সময় সতর্ক থাকার পরামর্শ দেন।


নিউজটি পোস্ট করেছেন : জি, এম, আবু সাঈদ মিন্টু

কমেন্ট বক্স
তাণ্ডব’-এর ফোরকাস্টে রেকর্ড,ইঙ্গিত নয়, ধ্বংসের সিগন্যাল!

তাণ্ডব’-এর ফোরকাস্টে রেকর্ড,ইঙ্গিত নয়, ধ্বংসের সিগন্যাল!