ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

  • প্রতিনিধির নাম :মোস্তফা আল মাসুদ, বগুড়া | নিউজ প্রকাশের তারিখ : May 9, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 3393 জন
বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) বেলা সাড়ে তিনটার দিকে সারিয়াকান্দির দেবডাঙ্গা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম।
নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই এলাকার কার্তিক হালদারের দুই ছেলে—মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩৮)।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে মাছ ধরার উদ্দেশ্যে ওই দুই ভাই নৌকা নিয়ে যমুনায় অবস্থান করছিলেন। রবিবার বিকেলে যখন তারা মাছ ধরা শেষে বাড়ি (সিরাজগঞ্জ জেলার কাজীপুরের বরইতলী গ্রামে) ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই আকাশভাঙা বজ্রপাত নেমে আসে। দেবডাঙ্গা এলাকার যমুনা নদীর পশ্চিম তীরে থাকা নৌকায় সরাসরি বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, রবিবার দুপুরে দুই ভাই নৌকায় করে যমুনা নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
আজ বিশ্ব স্বাস্থ্য দিবস

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস