কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিচ্ছিন্ন ইউনিয়ন ৫ নং কলাতলী ইউনিয়নে আজ ১৫ মে বৃহস্পতিবার সকালে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহাযতা করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএস এফ) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সকাল ৯ ঘটিকায় পবিত্র কোরআন তেলোয়াত পাঠের মাধ্যমে পবিত্র কোরআন তেলোয়াত করেন -মোসাম্মত নাদিয়া বেগম ৯ম শ্রেণীর শিক্ষার্থী , চর খালেক নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ,
এরপর জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষক পপি বেগম ও চর খালেক নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সেজুিত রানী দাস ,তিশা রানী দাস ,নিহা বেগম, মীম ও লামিয়া । এ ছাড়াও শপথ বাক্য পাঠ করান জান্নাতুল ফেরদাউস মিতু শিক্ষক বাবুল মিয়া বাড়ি শিক্ষা সহায়তা কেন্দ্র , অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কলাতলী সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী ,কৈশোর কার্যক্রমের সদস্য ,উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের সদস্য ,প্রবীণ কার্র্যক্রমের সদস্য সহ শিক্ষক,অভিভাবক , সাংবাদিকগণ ,বিভিন্ন উন্নয়ন কর্মীগণ সহ ও আমন্ত্রীত অতিথি বৃন্দ অংশগ্রহণ করেন ।
সকলের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোঃ আজিজল ইসলাম-সভাপতি –উপজেলা প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি ,কলাতলী ইউনিয়ন, মনপুরা ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিখন বনিক সন্মানীত –উপজেলা নির্বাহী অফিসার, মনপুরা ভোলা । বিশেষ অতিথি ছিলেন মো: মোস্তাফিজুর রহমান উপ সহকারি প্রকৌশলী স্থানীয় সরকার প্রকোশল অধিদপ্তর ও প্রশাসনিক কর্মকর্তা কলাতলী ইউনিয়ন পরিষদ মনপুরা ভোলা সহ নিজাম উদ্দিন শাহেদ -বাংলাদেশ জাতীয়তা বাদীদল কলাতলী ইউনিয়ন যুব দল, আব্দুল মতিন –প্রধান শিক্ষক –মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় , দয়াল হরী দাশ –প্রধান শিক্ষক মাছুয়া খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় নুর উদ্দিন –প্রধান শিক্ষক চর খালেক নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, সুকলাব চন্দ্র দাস – প্রধান শিক্ষক – - চর কলাতলী সরকারী প্রাথমিক বিদ্যলয় ,মঈন উদ্দিন প্রধান শিক্ষক – কলাতলী সরকারি প্রথমিক বিদ্যালয় । অনুষ্ঠানে কোস্ট ফাউন্ডেশনের পক্ষথেকে স্বাগত বক্তব্য রাখেন মো: ফজলুল হক কর্মসূচি সমন্বয়কারি ,অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন আবদুল সালাম- স্বাস্থ্য কর্মকর্তা ও সাইদুর রহমান - সহকারী সমন্বয়কারী ও জহিরুল ইসলাম আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী ।অনুষ্ঠানে ৪১ টি ইভেন্ট এ ১২১ টি পুরস্কার বিতরণ করা হয় ।এছাড়া অনুষ্ঠানে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন ।