ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় দর্শনার্থীকে ছিনতাই, ২ যুবক গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম :মোস্তফা আল মাসুদ, বগুড়াঃ | নিউজ প্রকাশের তারিখ : May 17, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1941 জন
বগুড়ায় দর্শনার্থীকে ছিনতাই, ২ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘুরতে এসে ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার বি-ব্লক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের আব্দুল মজিদ নয়নের ছেলে কাজী হায়াৎ (২৮) ও মুন্টু মিয়ার ছোট ছেলে সিয়াম আহম্মেদ (২৩)।

পুলিশ জানায়, বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া এলাকার একটি দর্শনীয় স্থানে মঙ্গলবার বিকেলে ওই দুজন দর্শনার্থীদের কাছ থেকে তিনটি স্মার্টফোনসহ নগদ অর্থ ছিনতাই করে। ওই সময় ভুক্তভোগীদের মারধরও করা হয়। পরে ভুক্তভোগীরা শাজাহানপুর থানা এলাকার সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ জানান৷

এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। ওই সময় তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার (ক্যাপ্টেন) জানে আলম সাদিফ জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত সময়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়ার জন্য তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যানজট নিরসনে সাগরিকায় বাস টার্মিনাল গড়ে তোলা হবে: মেয়র ডা. শ

যানজট নিরসনে সাগরিকায় বাস টার্মিনাল গড়ে তোলা হবে: মেয়র ডা. শ