ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের যুদ্ধাপরাধ মামলায় আত্মগোপনে থাকা রুহুল গ্রেফতার

  • আপলোড তারিখঃ 19-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 249713 জন
নড়াইলের যুদ্ধাপরাধ মামলায়  আত্মগোপনে থাকা রুহুল গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন৭১
LaraTemplate

নড়াইলের যুদ্ধাপরাধের মামলায় দীর্ঘ আট বছর আত্মগোপনের পর নড়াইলের মো. রুহুল কুদ্দুস খানকে (৭৩) গ্রেফতার করেছে পুলিশ, উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি জানান।


বুধবার (১৯ জুন) দুপুরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকায় পুলিশের এন্টিটেররিজম ইউনিট অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা  বিষয়টি নিশ্চিত করেছেন।


মো. রুহুল কুদ্দুস খান ওরফে কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদরের পেরুলী গ্রামের মৃত এম ভি আসাদুজ্জামানের ছেলে।


পুলিশ জানায়, ২০১৬ সালের ২১ মার্চ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় এর মামলায় মো. রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।


পরে তার অনুপস্থিতিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত। ৮ বছর পলাতক থাকার পর এন্টিটেররিজম ইউনিটের (এটিইউ) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ জুন) দুপুর ৩টার দিকে যশোর সদরে বিশেষ অভিযান পরিচালনা করে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে রুহুল কুদ্দুস খানকে গ্রেফতার করে।


এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বলেন, ‘গ্রেফতার রুহুলকে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ঢাকায় পাঠানো হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন