ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গোপসাগরের লঘুচাপ সৃষ্টি হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

  • আপলোড তারিখঃ 28-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 246276 জন
বঙ্গোপসাগরের লঘুচাপ  সৃষ্টি হয়েছে ৩ নম্বর  স্থানীয় সতর্ক সংকেত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন, এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এমন বাস্তবতায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে এক সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 


 উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 


এবং এ লঘুচাপ সৃষ্টির ফলে উপকূলীয় অঞ্চল খুলনার দাকোপ, বটিয়াঘাটা, ও কয়রা অঞ্চলের মানুষ অনেকটা আতঙ্কে রয়েছে। নদী ভাঙ্গন জলশ্বাসের ভয়ে ঝড়ের কথা শুনে তাদের ঘুম হারাম হয়ে যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন