দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে বাল্যবিবাহ বিষয়ক পটগান অনুষ্ঠিত হয়েছে।উত্তরণের ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগীতায় এবং গ্লোবাল অ্যাফিয়াস্ এর অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
উপস্থিত থেকে ৫টি ইউনিয়নে এ পটগান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান উপস্থিত ছিলেন দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, স্ব স্ব ইউনিয়ন পরিষদের মেম্বর, ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের প্রজেক্ট অফিসার আবু এমরান প্রমুখ।
প্রচারে সকল জনগণকে বাল্যবিবাহ না দিতে উৎসাহিত করা হয়। এছাড়া বাল্যবিবাহের শাস্তি, কুফল সম্পর্কে সচেতন করা হয়। দেবহাটার ৫টি ইউনিয়নে ১০টি স্থানে টি বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এ পট গান করা হয় ।