চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলায় সদ্য কারামুক্ত দক্ষিণ রাজানগর ইউনিয়ন বি এন পি সভাপতি কামাল উদ্দিন সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বি এন পি ও অঙ্গ সংগটনের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন বি এন পি নেতা এডভোকেট রাশেদুল ইসলাম ও এডভোকেট ইমরান হোসেন এবং বি এন পি নেতা আমির মোহাম্মদ টিপু ও নয় নং ওয়াড বি এন পি সভাপতি মোহাম্মদ মুছা।
ও সাধারণ সম্পাদক কুদ্দুস বালি ও বি এন পি নেতা বাছা মিয়া ও বি এন পি নেতা রেজাউল করিম ও নাসের উদ্দিন সহ অএ ওয়াড বি এন পি ও অঙগ সংগটনের নেতৃবৃন্দ এ সময় বি এন পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।