ঢাকা | বঙ্গাব্দ

হল খোলার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ, আল্টিমেটাম

  • আপলোড তারিখঃ 18-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 233005 জন
হল খোলার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ, আল্টিমেটাম ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

হল খোলার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। 


বুধবার (১৭জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমাবেত হতে শুরু করে শিক্ষার্থীরা পরে সাড়ে ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাংলোর সামনে অবস্থান গ্রহণ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


এসময় হল খুলে দেওয়ার জন্য তারা উপাচার্যকে ৩০ মিনিটের আল্টিমেটাম দেয়। পরে উপাচার্য সমন্বয়কদের সাথে তাদের দাবি নিয়ে বৈঠক করেন। বৈঠকে উপাচার্যকে আগামীকাল সকালের মধ্যে হল খুলে দেওয়ার দাবি জানান পরে শিক্ষার্থীরা বটতলায় জড়ো হয়ে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়েন।


বিক্ষোভ মিছিলে তারা চাকরিতে কোটা, মানি না, মানবো না মুক্তিযুদ্ধের বাংলায়, কোটার ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক কোটা প্রথায় নিয়োগ পেলে, দুর্নীতি বাড়ে প্রশাসনে বঙ্গবন্ধুর বাংলায়, কোটা প্রথার ঠাই নাই যার দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান' সহ নানা স্লোগান দেন।


উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সরকারি সিদ্ধান্তের আলোকে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত পরিবর্তনটাও সময়সাপেক্ষ ব্যাপার। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব৷


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন