ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত তরিকুল ইসলাম গ্রেফতার

  • আপলোড তারিখঃ 27-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 290571 জন
নড়াইলে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত তরিকুল ইসলাম গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

নড়াইলে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত তরিকুল ইসলাম গ্রেফতার বুধবার (২৭ মার্চ) রাতে এনআই এ্যাক্টের মামলায় ৪টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টে যথাক্রমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, ৭ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৭ লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত এবং এনআই এ্যাক্টের ৭টি ও যৌতুক নিরোধ আইনে ১টি সর্বমোট ১২টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মো.তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।


বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, নড়াইলের ইনচার্জ (ওসি) মো.শাহ্ দারা খান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গ্রেফতারকৃত মো.তরিকুল নড়াইল জেলার সদর থানার মুলদাইড় গ্রামের মৃত আবু তালেব শেখের ছেলে। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, নড়াইলের ইনচার্জ মো.শাহ্ দারা খান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মো. ফিরোজ আহম্মেদ সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান চালিয়ে ঢাকা উত্তরা এলাকা হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, নড়াইলের ইনচার্জ (ওসি) মো.শাহ্ দারা খান বলেন,

নড়াইল জেলা পুলিশ সুপার  (মোহা.মেহেদী হাসানের) সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট  তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন