ঢাকা | বঙ্গাব্দ

কচুগাড়ী গ্রাম

  • আপলোড তারিখঃ 10-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 277735 জন
কচুগাড়ী গ্রাম ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

এস এম মনিরুজ্জামান আকাশ  

প্রভাষক-

সমাজবিজ্ঞান বিভাগ,

প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,

চাটমোহর,পাবনা।


সবুজে ছায়া ঘেরা, পাখি ডাকা আমাদের গ্রাম,

আছে পুকুর ভরা মাছ আর গোলা ভরা ধান,

গোয়াল ভরা গরু নেই কারো তবুও গরু আছে,

সুখ শান্তির অভাব নেই,থাকি একে-অপরের কাছে।


আছে আম বাগানে গাছ ভরা মিষ্টি মধুর আম,

আশে-পাশে আছে বেশ কচুগাড়ী গ্রামের সুনাম,

আমাদের বাগানের রসালো কাঠালের সুঘ্রাণে,

পথিককে অজান্তেই বাগানে টেনে আনে।


ছফেদা আতা জামরুল জাম কামরাঙ্গা কলা,

এত সকল ফলের স্বাদ যায় কি কভুও ভোলা,

বাঁশ বাগানে পাখির কলতানে হই বিমোহিত,

এখনও ইচ্ছে করে তথায় যাই ছুটে রীতিমত।


মাছ ধরতে ছোটাছুটি জালি পলো বরশি নিয়ে,

ধরতাম-মারতাম কত যে মাছ কাদা মেখে গায়ে,

ধান কুড়াতাম বিলের বুকে অগ্রাহায়ন মাসে,

জালসা-মেলায় ঘুরতাম সে ধান বিক্রির শেষে।


আম কুড়ানোর অনেক মজা মনে পড়ে যখন,

ভূতেরঢিল কুড়াতাম স্মরণে গা শিহরিত হয় তখন,

কচুগাড়ী গ্রামের লোকেরা বড় ভালো একটু বেশি-

তাইতো গ্রামের মানুষও গ্রামকে বেশি ভালোবাসি!


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন