ঢাকা | বঙ্গাব্দ

পটিয়া উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের গেজেট প্রকাশ

  • আপলোড তারিখঃ 14-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 255787 জন
পটিয়া উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের গেজেট প্রকাশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

৬ষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে চট্টগ্রামের পটিয়া উপজেলার নবনির্বাচিত বিজয়ী চেয়াারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের নাম গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।


মঙ্গলবার (১১ জুন) বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন প্রশাসন শাখা হতে উপজেলা নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ৪৫ অনুসারে নির্বাচন কমিশনের রির্টানিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক গেজেটে পটিয়া উপজেলার নির্বাচিত প্রার্থীদের নাম, ঠিকানাসহ নির্বাচিত উপজেলার চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানদের গেজেট প্রকাশ করেন।


সদ্য সমাপ্ত পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জনসহ মোট ৩ জনের নাম গেজেটে প্রকাশ করা হয়। গেজেট প্রকাশ হওয়া জনপ্রতিনিধিরা হলেন- পটিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান মো. দিদারুল আলম, পুরুষ ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান এবং হ্যাট্রিক বিজয়ী মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু।


উল্লেখ্য, প্রথমবারের মতো স্হানীয় সরকারের নির্বাচনে অংশ নিয়ে পটিয়া পৌরসভার দুই বারের মেয়র ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেভিওয়েট প্রার্থী অধ্যাপক হারুনর রশীদ কে হারিয়ে যুবলীগ নেতা দিদারুল আলম বিজয়ী হয়ে বাজিমাত করেছেন। সবার নজর এখন তার দিকে। এই উপজেলার রাজনীতিতে নয়া সমীকরণের সৃষ্টি হয়েছে। এই বিজয় আগামীর রাজনীতিতে নতুনের বার্তা বয়ে এনেছে বলেও মনে করছেন ভোটার-সমর্থকরা।


গত ২৯ মে রাতে পটিয়া উপজেলা পরিষদের ১২৮ টি কেন্দ্রের মধ্যে ১২৭ টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। এতে পটিয়া উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ (আনারস) প্রতীকে ৪৬ হাজার ১৪২ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম নগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম (দোয়াত-কলম) ৫৬ হাজার ৫৪১ ভোট পেয়ে জয়ী হন।


নির্বাচন কমিশনের হিসেব মতে, ১২৮ টি কেন্দ্রের মধ্যে ১২৭টি কেন্দ্রের মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৭৭৭ ভোটে পিছিয়ে থাকা বই প্রতীকের প্রার্থী ডা. এমদাদুল হাসান পেয়ে পেয়ছেন ১ হাজার ৩৬৫ ভোট।


তিনি মোট ভোট পেয়েছেন ২৪ হাজার ৪০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী উড়োজাহাজ প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার শাহরু ৭৭৭ ভোটে এগিয়ে থাকার পরও স্থগিত হওয়া কেন্দ্রে ৪১০ ভোট পেয়ে হেরে গেছেন। তার মোট ভোট ২৪ হাজার ২৬০ ভোট। শাহরু হেরেছেন ১৪৮ ভোটের ব্যবধানে।


বিপরীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬৩ এগিয়ে থাকা নারী নেত্রী মাজেদা বেগম শিরু পেয়েছেন কলসি প্রতীকে স্থগিত হওয়া কেন্দ্রে ৮৪৮ ভোট।


তার মোট ভোট ২৫ হাজার ৭৪২ পেয়ে হ্যাট্রিক বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাজেদা বেগম পেয়েছেন ৮৩৬ ভোট। তার মোট ভোট ২৫ হাজার ৫৬৭ ভোট। সাজেদা হেরেছেন ১৭৫ ভোটের ব্যবধানে।


প্রসঙ্গত, উপজেলা পরিষদ আইন অনুযায়ী নির্বাচিতদের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান উপজেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরপরই নবনির্বাচিতরা দায়িত্বভার গ্রহণ করবেন বলে কমিশন সূত্রে জানা গেছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন