ঢাকা | বঙ্গাব্দ

জেন জি এর ১০০ জনকে প্রযুক্তির উপর ফ্রী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করল ওয়েল-আপ টেকনোলজি Well-Up Technology

  • আপলোড তারিখঃ 06-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 107852 জন
জেন জি এর ১০০ জনকে প্রযুক্তির উপর ফ্রী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করল ওয়েল-আপ টেকনোলজি Well-Up Technology ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চট্টগ্রামের সর্ববৃহৎ প্রফেশনাল আইটি প্রতিষ্ঠান ওয়েল-আপ টেকনোলজি জেন জি এর ১০০ জনকে প্রযুক্তির নির্ভর দক্ষতা বৃদ্ধি করতে শুরু করল এ্যাপস ডেভেলপমেন্ট এর উপর ফ্রী বোট ক্যাম্প প্রশিক্ষণ প্রোগ্রাম।  


প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা সাজেদা আক্তার প্রিয়ার উপস্থাপনায় ব্যবস্থাপনা পরিচালক  প্রকৌশলী আমির আদনান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদে আরবের উম্ম আল-কোরাআন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সাইন্স ডিপার্টমেন্টের প্রফেসর প্রকৌশলী এম এম মোশাররফ হোসাইন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. বখতিয়ার হোসেন ও নির্বাহী পরিচালক স্বরুপ কর্মকার নিলয়। 


বিশেষ অতিথি প্রকৌশলী মো. বখতিয়ার হোসেন বলেন, ওয়েল আপ টেকনোলজি চট্টগ্রামের তরুণ প্রজন্মকে প্রযুক্তি নির্ভর দক্ষতা বৃদ্ধির লক্ষে ১০০ জন জেন জি কে ফ্রী প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা দেন।


যাতে আগামী প্রজন্ম প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসে বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারে এতে তরুণ প্রজন্মের যেমন কর্মসংস্থান হবে, তেমনি দেশের রেমিট্যান্স বৃদ্ধি পাবে৷ সাথে সাথে বেকারত্ব কমিয়ে তরুণকে কর্মক্ষম হিসাবে গড়ে তোলা যাবে। 


বিশেষ অতিথি স্বরূপ কর্মকার নিলয় বলেন, কিভাবে আমাদের শিক্ষার্থীদের জন্য আরো সরকারি বিভিন্ন প্রজেক্টের অর্থায়নে চট্টগ্রামের জেন জি কে ফ্রী প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি করা যায় সেলক্ষ্য কাজ করছে ওয়েল-আপ টেকনোলজি, ইতিমধ্যে কিছু কার্যক্রম চলমান। 


প্রধান অতিথি তার বক্তব্যে দেশ বিদেশের নিজের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে, প্রশিক্ষণে অংশ গ্রহণ করা সবায়কে সময়ের সাথে সময়োপযোগী প্রশিক্ষণ গ্রহণ করে  প্রযুক্তির উপর দক্ষতা বৃদ্ধি করে প্রযুক্তির সুযোগ সুবিধা গুলো কাজে লাগিয়ে কর্মমুখী শিক্ষায় দক্ষ  হওয়ার জন্য আহবান জানান। 


সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমির আদনান ওয়েল আপ টেকনোলজির নিয়মিত কার্যক্রম ও চট্টগ্রামে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপ গুলো তুলে ধরেন। 


উল্লেখ্য যে, চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে অবস্থিত ওয়েল-আপ টেকনোলজি প্রফেশনাল দক্ষতা বৃদ্ধির লক্ষে বিগত তিন বছর ধরে তাদের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালায় যাচ্ছে ইতিমধ্যে গত তিন বছরে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও পলিটেকনিক এর প্রায় ২ হাজার শিক্ষার্থী সহ অনেক কর্মজীবিও এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রফেশনাল কোর্সের উপর প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন করে।


তাদের নিয়মিত প্রশিক্ষণ প্রোগ্রাম এর মধ্যে রয়েছে - প্রফেশনাল অটোক্যাড, ত্রিডি ম্যাক্স, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি এন্ড ইথিক্যাল হ্যাকিং, কম্পিউটার অপারেশন, হাউস ওয়ারিং, ইলেকট্রিক্যাল অটোমেশন সহ একাধিক প্রফেশনাল কোর্স।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন