ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গোপসাগর মোহনায় মনপুরার ৪ ট্রলার ডুবি নিখোঁজ ১৫ জেলে উদ্ধার

  • আপলোড তারিখঃ 14-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 161035 জন
বঙ্গোপসাগর মোহনায় মনপুরার ৪ ট্রলার ডুবি নিখোঁজ ১৫ জেলে উদ্ধার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে উত্তাল ঢেউয়ের তোড়ে তলা ফেঁটে ভোলার মনপুরার ৪ জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটে।



শনিবার ভোর রাত ৬ টায় চরনিজামের পূর্ব-দক্ষিণ পাশে সাগর মোহনায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।



এই ঘটনায় ১৫ জেলে নিখোঁজ ছিল, পরে ওইদিন দুপুর ৩ টায় নিখোঁজ সকল জেলেদের উদ্ধার করা হয়েছে বলে স্বাধীন একাত্তর নিশ্চিত করেন ডুবে যাওয়া ট্রলারের মালিক হান্নান দপ্তরি ও মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সাইফুল ইসলাম।



ডুবে যাওয়া ট্রলার গুলোর মালিক হলেন, শামিম মাঝির ট্রলার, ইয়াছিন মাঝির ট্রলার, গিয়াস মাঝির ট্রলার ও সামছুদ্দিন মাঝির ট্রলার এদের সবার বাড়ি উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ের বিভিন্ন গ্রামে।



ডুবে যাওয়া ট্রলারের মাঝিদের সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারে গেলে উত্তাল ঢেউয়ের তোড়ে  বোটের তলা ফেঁটে পাশাপাশি থাকা ৪ টি ট্রলার ডুবে যায় এই সময় ৪ ট্রলারে ১৫ জন জেলে নিখোঁজ ছিল, পরে তাদের মনপুরার অন্য ট্রলার উদ্ধার করে নিয়ে আসে।



এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সাইফুল ইসলাম জানান, আমরা দুই ট্রলার ডুবির ঘটনা শুনেছি পরে আরও দুইটি ট্রলার ডুবি ঘটনা ঘটতে পারে। সকল নিখোঁজ জেলেদের দুপুর তিনটায় উদ্ধার করা হয়েছে।



এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, দুপুর ৩ টায় ডুবে যাওয়া সকল জেলেদের উদ্ধার করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন