পরিস্থিতি পরিবর্তিত হয়েছে,মানুষ এখন ২৪ ঘণ্টা বিদ্যুতের সরবরাহ পাচ্ছে।সরকার সারাদেশে নিরব চ্ছিন্ন ভাবে বিদ্যুতের লক্ষ্যে কাজ করছে।এখানে বিদ্যুৎ গ্রিড স্থাপিত হলে মনোহরদীর পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার মানুষও উপকৃত হবে।তিনি দ্রুত সময়ের মধ্যে বৈদ্যুতিক গ্রিড স্থাপনে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।এ সময় পিজিসিবি এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম গাউছ মহিউদ্দীন আহমেদ,নির্বাহী পরিচালক আবদুর রশীদ খান,প্রধান প্রকৌশলী সর্দার মোহাম্মদ জাফরুল হাসান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,বাবু প্রিয়াশীষ রায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মারুফ দস্তেগীর,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কাশেম ভুঁইয়া, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,এম এস ইকবাল আহমেদ,পৌর মেয়র আমিনূর রশীদ সুজন,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক,তৌহিদুল আলম,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইশরাত জাহান তামান্নাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।