ঢাকা | বঙ্গাব্দ

ওরে আমার দুধ পরীরা , মোঃ আবুল কালাম আজাদ

  • আপলোড তারিখঃ 24-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15552 জন
ওরে আমার দুধ পরীরা , মোঃ আবুল কালাম আজাদ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ওরে আমার দুধ পরীরা 

মোঃ আবুল কালাম আজাদ 

তারিখ:- ২৪/০১/২০২৫ খ্রিঃ 


ওরে আমার দুধ পরীরা 

বয়স তোদের কম,

খাইবী শুধু ফিট সবজি 

খাইস না খুদ গম।


ঘাস ভাত খাইতে তোদের 

হচ্ছে কিছু রুচি,

আমি কিন্তু তোদের সকল 

ভাব চক্কর বুঝি।


চতুরতা নাই-কো তোদের

গায়ে আল-শেমীতে ভরা,

তবু তোদের হাত ছানি দিয়ে 

যায়না কভু ধরা।


ওজন তোদের বেরেছে বেশ 

হাঁটতে যেয়ে থামিশ,

ভয় ভীতি পাইলে তবু 

দৌড়ে কাছে আশিস।


আয়রে আয় হংস সোনা 

আয় আয় তৌ তৌ,

খাইতে দেব আদর করে

খাবি কি চিরা দই।


অধম কালাম কাব্যিক মনে 

কাব্য রচে চলি,

সংসদের সুস্থ রেখ খোদা 

বিনয় করে বলি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

বিরামপুর রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত—২